দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জয়ললিতা সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকে উদ্বেল হয়ে ওঠে গোটা তামিলনাড়ু।

এআইএডিএমকে নেত্রী যে মাত্র ৬৮ বছর বয়সেই জীবন যুদ্ধে পরাজিত হবেন, তা মানতে পারছেন না তার অগণিত ভক্ত। জয়ললিতার মৃত্যুতে যেমন একদিকে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে, তেমনি সিনেমা জগতও হতবাক।

একটি ইংরেজি সিনেমায় শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন জয়ললিতা। এরপর, হিন্দি, কন্নড়, তামিল, তেলুগুসহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন তিনি।

১৯৬৮ সালে মুক্তি পায় জয়ললিতা অভিনীত ইজ্জত। ওই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। ছবিটি বক্স অফিস সাফল্য না পেলেও লতা মঙ্গেশকরের কণ্ঠে জয়ললিতার লিপে ‘জাগি বদন মে’ গানটি দারুণ জনপ্রিয় হয়েছিল। এটিই একমাত্র বলিউড ছবি যেখানে জয়ললিতা অভিনয় করেছিলেন। জয়ললিতার জীবনে ১৪০টি সিনেমার তালিকায়, এটিই ছিল তার একমাত্র হিন্দি সিনেমা।

পরিচালক টি প্রকাশ রাও-এর হাত ধরেই ওই হিন্দি সিনেমায় অভিনয়ের দাপট দেখান জয়ললিতা।

দেখুন সেই সিনেমার একটি ভিডিও—

(দ্য রিপোর্ট/এফএস/ডিসেম্বর ০৬, ২০১৬)