টেকনাফে ৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
কক্সবাজার প্রতিনিধি : জেলার টেকনাফের বিভিন্ন সময় অভিযানে জব্দ করা প্রায় ৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৪২)। একই সঙ্গে প্রায় ৯ লাখ বোতল মদ জাতীয় পানীয় বাংলাদেশ পর্যটন করপোরেশনের কাছে হস্তান্তর করার জন্য মজুদ করা হয়েছে।
বিজিবির টেকনাফ ৪২ ব্যাটালিয়ন দফতরে মঙ্গলবার সকাল ৯টার দিকে এ সব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
এ সময় বিজিবির চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহম্মেদ আলী, কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল খোন্দকার ফরিদ হাসানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, গত ১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত জব্দ করা মালিকবিহীন বিভিন্ন প্রকার ৩ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ৮শ’ টাকা মূল্যের মাদক দ্রব্য ধ্বংস করা হয়। একই সঙ্গে ৮ লাখ ৬৫ হাজার ৫শ’ টাকা মূল্যের বিদেশি মদ জাতীয় পানীয় বাংলাদেশ পর্যটন করপোরেশনকে হস্তান্তরের জন্য মজুদ রাখা হয়।
ধ্বংস মাদকদ্রব্যের মধ্যে ৮৬ হাজার ইয়াবা, ৭ হাজার ৮৮১ ক্যান আন্দামান গোল্ড বিয়ার, ৯৮৫ বোতল ম্যান্ডেলা রাম মদ ছাড়াও মিয়ানমারের বিভিন্ন প্রকার মদ রয়েছে।
(দ্য রিপোর্ট/এসএ/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)