দ্য রিপোর্ট ডেস্ক : হুমায়ূন আহমেদ বিদায় নিয়েছেন দুই বছর হতে চলল। তার শেষ উপন্যাস ‘দেয়াল’ প্রকাশিত হয়েছিল গত বছর বইমেলায়। তবুও হুমায়ূন নিয়ে পাঠকদের আগ্রহের শেষ নেই। পুরনো বইয়ের নতুন সংস্করণের পাশাপাশি তার অপ্রকাশিত কিছু লেখা নিয়ে প্রকাশিত হয়েছে কয়েকটি বই। এ ছাড়া হুমায়ূন স্মরণে নতুন কিছু বই প্রকাশ হয়েছে মেলায়। বইগুলো নিয়ে পাঠকদেরও আগ্রহের কমতি নেই।

প্রকাশিত বইয়ের মধ্যে আলোচনায় আছে ‘একাত্তর এবং আমার বাবা’। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী সেনাবাহিনীর হাতে শহীদ হন হুমায়ূন আহমেদের বাবা ফয়জুর রহমান। তাকে নিয়ে লেখা এই বই। বইটিতে হুমায়ূন আহমেদের পাশাপাশি তার ছোট ভাই জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের লেখা রয়েছে। বইটির ভূমিকাও লিখেছেন জাফর ইকবাল। প্রচ্ছদ এঁকেছেন আহসান হাবীব। বইটি প্রকাশ করেছে সময় প্রকাশনী।

অন্যপ্রকাশ মেলায় এনেছে হুমায়ূনের অন্য দুটি বই ‘কাকারু’ ও ‘লীলাবতীর মৃত্যু’। মৃত্যু নিয়ে বিভিন্ন সময়ে পত্রিকায় প্রকাশিত লেখা স্থান পেয়েছে ‘লীলাবতীর মৃত্যু’তে। অন্যপ্রকাশ আরও এনেছে ‘কাক ও কাঠগোলাপ’, ‘হিমু দশ’ এবং ‘হুমায়ূন আহমেদ রচনাবলী সাত’।

হুমায়ূন আহমেদকে স্মরণ করে প্রকাশিত হয়েছে বেশ ক’টি বই। অন্যপ্রকাশ থেকে এসেছে সালেহ আহমেদের ‘সৌখিনদার হুমায়ূন’। অভিনেতা সালেহ আহমেদ হুমায়ূন আহমেদের ঘনিষ্ঠজনদের একজন।

বিভাষ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে হাসান হাফিজ সম্পাদিত ‘হুমায়ূন আহমেদ স্মারকগ্রন্থ’। অন্বেষা থেকে মাসউদ আহমদের সম্পাদনায় এসেছে ‘হুমায়ূন আহমেদের আত্মজৈবনিক সাক্ষাৎকার’। এ ছাড়া ভাষাপ্রকাশ এনেছে দিলদার হোসেনের ‘সুনীল ও হুমাযূন’।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/এইচএসএম/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)