চট্টগ্রামে শুরু হচ্ছে হজ ও ওমরাহ ফেয়ার
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী তৃতীয় হজ ও ওমরাহ ফেয়ার। নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে হজ ফেয়ার চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বুধবার (৭ ডিসেম্বর) সকালে এসব তথ্য জানান হাব আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাসেম। তিনি বলেন সরকার ও হাব ঐক্যবদ্ধভাবে কাজ করলে হজ্ব ব্যবস্থাপনাকে আরও সফল করা সম্ভব।
মেলায় ৯৭টি স্টলে ৮৫টি প্রতিষ্ঠান ফেয়ারে অংশ নিচ্ছে। হজ্ব ব্যবস্থাপনাকে আধুনিকায়ন, দালাল ও অবৈধ কাফেলামুক্ত করাই এ মেলার মূল লক্ষ্য বলে জানান আয়োজনকারী প্রতিষ্ঠান হজ্ব এজেন্সী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাব’র আঞ্চলিক চেয়ারম্যান আবুল কাসেম বলেন, হজ্বযাত্রী পরিবহনে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সকল এয়ারলাইন্সকে উন্মুক্ত করে দেওয়া প্রয়োজন।
এ ছাড়া রমজানের আগে ২০১৭ সালের হজ্ব ফ্লাইট সিডিউল ঘোষণা এবং হজ্ব মৌসুমে বিমানের প্যাকেজ সর্বোচ্চ ৩৫ দিনের মধ্যে সীমাবদ্ধ রাখার দাবি জানান। এ সময় হাব নেতা এমএস আলম, খোরশেদ আলম সুজন, আজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/একেএ/এপি/ডিসেম্বর ০৭, ২০১৬)