২ বছর পর লিজার শিরোপা
দ্য রিপোর্ট প্রতিবেদক : ২ বছর পর জাতীয় প্রমীলা দাবার শিরোপা ফিরে পেয়েছেন নারায়ণগঞ্জের আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা। ২০১০ সালে এ আসরের শিরোপা জিতেছিলেন তিনি।
২০১১ সালে তৃতীয় এবং আগের বছর লিজা শরিনের সঙ্গে হেরে রানারআপ হয়েছিলেন। মঙ্গলবার ৩৫তম আসরের শেষ রাউন্ডে লিজা চট্টগ্রামের মাহমুদা হক চৌধুরী মলিকে হারিয়ে জাতীয় দাবার তৃতীয় শিরোপা নিশ্চিত করেছেন। লিজা জাতীয় প্রমীলা দাবায় প্রথম চ্যাম্পিয়ন হয়েছিলেন ২০০৫ সালে। জাতীয় প্রমীলা দাবায় সর্বাধিক ১৮ বার চ্যাম্পিয়ন হয়েছেন আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ।
শিরোপা জেতার পর লিজা বলেছেন, ‘এবারের প্রতিযোগিতা বেশ কঠিন ছিল। ভালো দাবাড়ু সংখ্যা বেড়ে গেছে। তাই প্রতিদ্বন্দ্বিতা বেশি হচ্ছে। পঞ্চম রাউন্ডে তনিমা পারভীনের সঙ্গে হারার পরও ফিরে আসার সুযোগ পেয়েছি। আমি খুশি।’
লিজা ১১ ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে শিরোপা জিতেছেন। মানিকগঞ্জের প্রমীলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা রানারআপ হয়েছেন। তিনি পেয়েছেন সাড়ে ৮ পয়েন্ট। তিতাস ক্লাবের আন্তর্জাতিক প্রমীলা মাস্টার রানী হামিদ ও নারায়ণগঞ্জের প্রমীলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানার পয়েন্ট সমান হওয়ায় প্লে-অফ ম্যাচ খেলেছিলেন। প্লে-অফ ম্যাচে রানী হামিদ ২-০ গেমে হারিয়ে তৃতীয় হয়েছেন। জাকিয়া হয়েছেন চতুর্থ।
সাড়ে ৭ পয়েন্ট নিয়ে গতবারের প্রমীলা চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জের ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন পঞ্চম স্থান লাভ করেছেন। শীর্ষে থাকা এই ৫ দাবাড়ু আগামী দাবা অলিম্পিয়াডে অংশ নেবেন। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে দাবা বিশ্বকাপে খেলবেন শামীমা আক্তার লিজা।
(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)