চট্টগ্রাম অফিস : জঙ্গি আস্তানা সন্দেহে চট্টগ্রামের পাহাড়তলীর একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের আকবর শাহ থানার এ কে খান এলাকা থেকে জঙ্গি সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে র‌্যাব। ওই দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর কর্নেলহাট এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছে (র‌্যাব)। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে র‌্যাবের অভিযান চলছিল।

র‌্যাবের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ।

(দ্য রিপোর্ট/এম/এমকে/এনআই/ডিসেম্বর ০৮, ২০১৬)