দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের প্রয়াত অধ্যাপক চুণীলাল রায় চৌধুরী স্মরণে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে এক শোকসভা অনুষ্ঠিত হয়।

সংস্কৃত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অসীম সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিন।

এ সময় সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. নারায়ণচন্দ্র বিশ্বাস, অধ্যাপক নিরঞ্জন অধিকারীসহ বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রয়াত অধ্যাপক চুণীলাল রায় চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি ছিলেন সৎ, দক্ষ, নিবেদিত প্রাণ শিক্ষক ও গবেষক। সদাহাস্যোজ্জ্বল ব্যবহারের কারণে তিনি সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে খুবই প্রিয় ছিলেন। তার জীবনাচরণ থেকে শিক্ষা নিয়ে সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

তিনি প্রয়াত অধ্যাপকের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

(দ্য রিপোর্ট/জেএইচ/এপি/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)