দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের উদ্যোগে মঙ্গলবার অনুষদের মিলনায়তনে ‘ন্যাশনাল মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রধান অতিথি এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে তথ্য ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রযু্ক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে পৃথিবীর সকল মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব। আন্তঃব্যক্তিক ও আন্তঃদেশীয় যোগাযোগের ক্ষেত্রে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, দিনব্যাপী এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪৫ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

(দ্য রিপোর্ট/জেএইচ/এমএইচও/এমএআর/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)