নরসিংদী সংবাদদাতা : নরসিংদী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন কাদের মাহিনকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার দুই বন্ধু শাজাহান ও সাফিজ তাকে রক্ষা করতে গেলে তাদেরও কুপিয়ে গুরুতর জখম করা হয়। শিবপুর উপজেলার পুটিয়া বাজারে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনরা জানান, মাহিন দুপুর ২টার দিকে নরসিংদী শহরের ঘোড়াদিয়া বাসা থেকে পুটিয়া বাজারে যান। সেখানে বিকাশে টাকা পাঠানো সংক্রান্ত একটি ঝামেলা মেটানোর জন্য দরবারে বসেন। দরবার শেষে বাড়ি ফেরার উদ্দেশে রওনা দেন মাহিন। কিছু দূর এগুলেই আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা প্রকাশ্যে রাস্তায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাত্ব জখম করে দ্রুত পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, নিহত মাহিনের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে একাধিক কোপের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।

নিহতের একাধিক রাজনৈতিক সহকর্মী জানান, মাহিন দীর্ঘদিন ধরে শিবপুর থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মোল্লার একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিলেন। সিরাজুল ইসলাম মোল্লা সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আগে শিবপুরের সাবেক সরকারদলীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঁঞা মোহন ও তার ভাই ঝুনুর সঙ্গে দ্বন্দ্ব ছিল মাহিনের। মোহন নির্বাচনে পরাজয় বরণ করার পর এ দ্বন্দ্ব আরও বাড়ে। এ দ্বন্দ্বের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, ছাত্রলীগের এ নেতার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তবে ঠিক কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে পুলিশ বিস্তারিত কিছু বলতে পারছে না।

(দ্য রিপোর্ট/এমপি/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)