গাজীপুর প্রতিনিধি : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) আয়োজনে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের জন্য ৩ দিনের ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সকালে উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচি চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় সাংবাদিক আতাউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ইনিস্টিটিউটের (পিআইবি) অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক আনোয়ারা বেগম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান, আব্দুর রহমান আরমান।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের অধ্যাপক শামীম রেজা এবং পিআইবি সহকারী প্রশিক্ষক ও প্রশিক্ষণ সমম্বয়কারী নাসিমূল আহসান। সাংবাদিক বুনিয়াদি প্রশিক্ষণে কালীগঞ্জ উপজেলার ৪০ জন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেন।

(দ্য রিপোর্ট/এমএইচএ/ডিসেম্বর ০৮, ২০১৬)