দ্য রিপোর্ট ডেস্ক : আজ ৯ ডিসেম্বর বাংলার নারী জাগরণের পথিকৃত বেগম রোকেয়ার ১৩৬তম জন্ম ও ৮৪তম মৃত্যুবার্ষিকী। প্রতিবছর এই দিনটিকে বেগম রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়।

এই মহীয়সী নারী ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। রক্ষণশীল মুসলিম পরিবারে জন্ম নিলেও নারী জাগরণে তার অসামান্য ভূমিকার কারণে তিনি মহীয়সী নারী হিসেবে অবতীর্ণ হয়েছেন।

তিনি উনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজসংস্কারক। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর এই মহীয়সী নারী কলকাতায় মৃত্যুবরণ করেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, নারী-পুরুষের বৈষম্যহীন সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে বেগম রোকেয়ার জীবনাদর্শ ও কর্ম আমাদের নারী সমাজের অগ্রযাত্রায় প্রেরণা জোগাবে।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, বেগম রোকেয়া ছিলেন নারী শিক্ষা ও নারী জাগরণের অগ্রদূত। ঊনবিংশ শতাব্দীর কুসংস্কারাচ্ছন্ন রক্ষণশীল সমাজের শৃঙ্খল ভেঙে বেগম রোকেয়া নারীজাতির মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাণ্ডারির ভূমিকা পালন করেন।

(দ্য রিপোর্ট/এম/ডিসেম্বর ৯, ২০১৬)