সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সম্মিলিত প্রেসক্লাব উন্নয়ন পরিষদ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সভাপতি ও আব্দুল বারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার আরডিসি নুর আহমেদ মাসুম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট নেওয়া হয়। প্রেস ক্লাবের ৬৬ জন ভোটারের মধ্যে ৬৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে আবুল কালাম আজাদ ৩৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বি রামকৃষ্ণ চক্রবর্তী পেয়েছেন ২৮ ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুল বারী ৩৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম কামরুজ্জামান পেয়েছেন ২৮ ভোট।

সহ-সভাপতি পদে কালিদাস কর্মকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

যুগ্ম সম্পাদক পদে গোলাম সরোয়ার ৩৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল পেয়েছেন ২৯ ভোট। সাংগাঠনিক সম্পাদক পদে রবিউল ইসলাম ৩৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহীন গোলদার পেয়েছেন ৩১ ভোট।

সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে শহিদুল ইসলাম ৩৬ ভোট জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুর রশিদ পেয়েছেন ২৯ ভোট। অর্থ সম্পাদক পদে ফারুক মাহবুবুর রহমান ৩৬ ভোট জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ হোসেন পেয়েছেন ২৭ ভোট। দপ্তর সম্পাদক পদে আহসানুর রহমান রাজীব ৩৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ ফরিদ আহমেদ ময়না পেয়েছেন ২৯ ভোট।

এছাড়া নির্বাহী সদস্য পদে অসীম বরণ চক্রবর্তী, আশরাফুল ইসলাম খোকন, এবিএম মোস্তাফিজুর রহমান, মোশারফ হোসেন ও এম ঈদুজ্জামান ইদ্রিস জয়লাভ করেছেন।

(দ্য রিপোর্ট/এস/ডিসেম্বর ০৯, ২০১৬)