দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উপলক্ষে এবার ঢাকায় ৫ দিনের নাট্য উৎসব আয়োজন করতে যাচ্ছে দেশের অন্যতম নাট্যসংগঠন মণিপুরি থিয়েটার। নিজেদের ৫টি নাটক নিয়ে এই উৎসব শুরু হবে আগামি ২৪ ডিসেম্বর। চলবে ২৮ ডিসেম্বর পরয্ন্ত।

‘অঙ্গে রঙ্গে কথায় ছন্দে জাগো’- স্লোগাণ নিয়ে এবারের উৎসবে মণিপুরি থিয়েটার মঞ্চস্থ করবে তাদের আলোচিত ৫টি নাট্যপ্রযোজনা।

সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধনী সন্ধ্যায়(২৪ ডিসেম্বর) মঞ্চস্থ হবে ‘লেইমা’। ২৫ ডিসেম্বর স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে ‘ইঙাল আঁধার পালা’। ২৬ ডিসেম্বর একই মিলনায়তনে মঞ্চস্থ হবে ‘শ্রীকৃষ্ণকীর্তন’।

নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে ২৭ ডিসেম্বর মঞ্চস্থ হবে ‘দেবতার গ্রাস’। উৎসবের সমাপণী সন্ধ্যায়(২৮ ডিসেম্বর) মঞ্চস্থ হবে ‘কহে বীরাঙ্গনা’। এছাড়া মণিপুরি মৃদঙ্গ, মণিপুরি নাচ’সহ বিভিন্ন পরিবেশনা থাকবে উৎসবে।

উৎসবের অগ্রিম টিকিটের জন্য যোগাযোগ করুন- ০১৭১০৬৭২০৬২ এই নম্বরে।

উল্লেখ্য চলতি বছরের ২৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠার ২০ বছর পূর্ণ করেছে মণিপুরি থিয়েটার। এ উপলক্ষে গেলো নভেম্বরে মৌলভীবাজারের কমলগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামে মাসব্যাপি নাট্যমেলা আয়োজন করেছিলো দলটি। সেখানে ঢাকার প্রথম সারির ৬টি নাট্যদল নাটক মঞ্চস্থ করেছে।

এছাড়া মণিপুরি থিয়েটার তাদের ৫টি নাটকের প্রদর্শনী করেছে। এবার নিজেদের ৫টি নাটক নিয়ে ঢাকায় উৎসব আয়োজন করেছে মণিপুরি থিয়েটার।

(দ্য রিপোর্ট/পিএস/ডিসেম্বর ৯, ২০১৬)