সিরাজগঞ্জ প্রতিনিধি : জেলার বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেল ও উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির শাহজাহান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শাহজাহান আলী উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

পৃথক পৃথক স্থান থেকে মঙ্গলবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সলপ ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও হামলাসহ একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির শাহজাহান আলীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ জেল গেট থেকে তাকে গ্রেফতার করে।

আদালতের নির্দেশে জামিনে মুক্তি পাওয়ার পর আবারও তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

(দ্য রিপোর্ট/আরকে/এমএইচও/এনআই/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)