দ্য রিপোর্ট ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বোলিং কোচ ছিলেন পাকিস্তানি ওয়াসিম আকরাম। তবে আগামী এক আসরের জন্য তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।

কেকেআরের সঙ্গে বোলিং কোচ হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন আকরাম। ২০১২ ও ২০১৪ সালে আইপিএলের শিরোপা জিতেছিল কেকেআর। আর এ দুই ফাইনাল জয়ে ওয়াসিমের তাতে বড় ভূমিকাই ছিল।

তবে ২০১৭ সালে কেকেআরের সঙ্গে থাকবেন না ওয়াসিম। তবে দলটিকে আগামী আসরের জন্য তিনি শুভ কামনা জানিয়েছেন। তিনি বলেন, ‘গত কয়েক বছর মেন্টর ও বোলিং কোচ হিসেবে কেকেআরে দারুণ সময় উপভোগ করেছি আমি। সহকর্মীদের মধ্যে আন্তরিকতা ও পরস্পরের মধ্যে আস্থা ছিল বেশ। নিশ্চিত করে বলতে পারি, ড্রেসিং রুমের পরিবেশ আমি খুব মিস করব। আশা করি আগামী বছর ভালো করবে কেকেআর।’

আকরামকেও মিস করবে কেকেআর এমনটাই জানিয়েছেন দলটির প্রধান নির্বাহী ভেনেক মাইসোর। তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরে ওয়াসিম ভাই আমাদের কেকেআর পরিবারের একজন হয়ে ছিলেন। একই সঙ্গে আমাদেরকে ২০১২ ও ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হতে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। আমরা তার জন্য শুভ কামনা জানাচ্ছি।’

(দ্য রিপোর্ট/এনপিএস/ডিসেম্বর ১০, ২০১৬)