দ্য রিপোর্ট ডেস্ক : ফুটবল বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে ৪৮টি করতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে এ সংস্থাটির সিদ্ধান্তে মোটেও খুশি হতে পারছেন না অন্যতম সেরা কোচ পেপ গার্দিওয়ালা। তার ধারণা এতে দলের খেলোয়াড়রা খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়বে।

বর্তমানে ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব পালন করছেন গার্দিওয়ালা। একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের উচিত ফুটবলের গুণগত মান নিয়ে কথা বলা। কিন্তু বলা হচ্ছে উল্টো কথা। খেলোয়াড়রা তো বিশ্রামই পাচ্ছে না। আর এখন কথা ৪৮ দলের বিশ্বকাপ নিয়ে। এভাবে তো ফুটবলাররা মারা যাবে!’

তিনি আরও বলেন, ‘খেলোয়াড়দের সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পরে। কিন্তু আমরা তা করছি না। আমরা এখনকার খেলোয়াড়দের কাছ থেকে আসলে অনেক বেশি আশা করছি।’

অবশ্য গার্দিওয়ালা এটা জানিয়ে দিয়েছেন যে এটা সম্পূর্ণই তার নিজস্ব মতামত। ফিফা যে সিদ্ধান্ত নেবে তা সবাই মেনে নেবে। তিনি শুধু খেলোয়াড়দের বিশ্রামের কথাই মনে করিয়ে দিচ্ছেন।

(দ্য রিপোর্ট/এনপিএস/ডিসেম্বর ১০, ২০১৭)