নারায়ণগঞ্জ প্রতিনিধি : জেলার সদর উপজেলার দেওভোগ এলাকার হৃদয় ওরফে বাবু (২৫) হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি জাকির হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১০ ডিসেম্বর) ভোরে ফতুল্লা থানাধীন ভূঁইয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জাকির হোসেন শহরের বাবুবারইল এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতো এবং পুলিশের র্সোস হিসাবে কাজ করত।

ডিবি উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, বাবু হত্যা মামলার ৮ নম্বর এজাহার ভুক্ত আসামি জাকির। শনিবার দুপুরে তাকে ফতুল্লা থানা পুলিশে দেওয়া হয়েছে।

এদিকে এ মামলার এজাহারভুক্ত আসামি ও হাসান বাহিনীর সদস্য পশ্চিম দেওভোগ নগর এলাকার তারা মিয়ার ছেলে রাহাত (১৮) ও একই এলাকার কাশেম মিয়ার ছেলে মিলনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

প্রসঙ্গত, মাদক ব্যবসার বিরোধের জেরে বাবুকে হত্যা করে হাসান বাহিনী। গত ১০ নভেম্বর বাবু হত্যার পরদিন হাসানকে প্রধান আসামি করে আরও ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন নিহত বাবুর বড় ভাই মাহমুদুল ইসলাম সুজন।

(দ্য রিপোর্ট/একেএ/এস/এমএইচএ/ডিসেম্বর ১০, ২০১৬)