‘পুলিশ-র্যাব নিরপেক্ষ থাকলে ২৪ ঘন্টায় সরকার পতন’
চট্টগ্রাম অফিস : সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে অন্যায়ভাবে বিএনপি নেতাকর্মীদেরকে দমনের কাজে ব্যবহার করছে অভিযোগ করে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘পুলিশ এবং র্যাব যদি নিরপেক্ষ আচরণ করে তাহলে ২৪ ঘন্টার মধ্যেই আমরা জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারব।’
শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগরীর পূর্ব বাকলিয়া কালামিয়া বাজারে পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম হাজী মোহাম্মদ ইসমাইলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। হাজী মোহাম্মদ ইসমাইল হোসেন মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ এ সভার আয়োজন করে।
নোমান আরও বলেছেন, ‘বিএনপি গণমানুষের দল। দমন, পীড়ন চালিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না। সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য বিএনপি নেতাকর্মীদেরকে গুম করে হত্যা করছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে।’
হাজী মোহাম্মদ ইসমাইল হোসেন সম্পর্কে নোমান বলেছেন, ‘প্রয়াত বিএনপি নেতা হাজী ইসমাইল ছিলেন দলের একজন নিবেদিত প্রাণ নেতা। বাকলিয়ায় বিএনপিকে সংগঠিত করার জন্য সে নিরলসভাবে কাজ করেছিল। মৃত্যুর পূর্বেও অসুস্থ অবস্থায় পুলিশ তাকে মিথ্যা মামলায় আসামী করে হয়রানী করেছিল।’
পরিষদের আহবায়ক মোহাম্মদ ইউসুফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপিনেতা অধ্যাপক নুরুল আলম রাজু, আবদুল মান্নান, আফতাবুর রহমান শাহীন, হাজী মোহাম্মদ মহিউদ্দিন, নবাব খান, আলী ইউসুফ, কামরুল ইসলাম, গাজী সিরাজ উল্লাহ, হাসেম সওদাগর, শাহজাহান সিরাজ, জিয়াউর রহমান জিয়া, সাইফুল আলম নীরব, মোহাম্মদ আলমগীর, মোহাম্দ নুরুদ্দীন, মোহাম্মদ জসীম, মোহাম্মদ মুজিব, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ জাকির, মোহাম্মদ ফারুক, মহিলা দলনেত্রী মুন্নি, কামরুন নাহার ও সাহেদা পারভীন প্রমুখ।
(দ্য রিপোর্ট/এস/জেডটি/ডিসেম্বর ১০, ২০১৬)