‘নিজ সংস্কৃতি সন্ধানের জন্যই রবীন্দ্রনাথ আমার প্রিয়’
দ্য রিপোর্ট প্রতিবেদক : এক সঙ্গে এত মানুষ আর এত বইয়ের সমাহার কোথায় পাওয়া যাবে বলুন? সাধারণ মানুষ এবং বইমেলায় আগত মানুষগুলোর মধ্যে রয়েছে বিস্তর ফারাক। নিজের আগ্রহে এই মানুষগুলোর সঙ্গে কথা বলে আনন্দ পাই। রাজধানীর তেজগাঁও থেকে আগত ন্যাশনাল ল কলেজের শিক্ষার্থী ইমরুল কায়েস (চন্দন) এভাবেই দ্য রিপোর্টের কাছে তার অভিমত ব্যক্ত করেন।
রবীন্দ্রসাহিত্য তার প্রিয়। আইন বিষয়ে পড়ুয়া ইমরুল কায়েস মেলায় ঘুরে বিভিন্ন স্টল থেকে রবীন্দ্রসাহিত্যের ওপর রচিত রবীন্দ্র গবেষকদের বই কিনছেন।
রবীন্দ্রনাথের বইয়ের প্রতি এত আগ্রহের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘রবীন্দ্রনাথের সৃষ্টি বাঙালির চিরন্তন সৌন্দর্যকে যেভাবে প্রকাশ করেছে আর কারও লেখায় তা পাই না। তাই নিজ সংস্কৃতি সন্ধানের জন্যই রবীন্দ্রনাথ আমার কাছে এত প্রিয়।’
(দ্য রিপোর্ট/এমএ/এপি/এনআই/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)