য‌শোর অ‌ফিস : যশোরে ইউসুফ (৩০) নামে গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি- দুই দল সন্ত্রাসীর গোলাগুলির ঘটনায় ওই যুবক গুলিবিদ্ধ হয়েছে।

শ‌নিবার (১০ ডি‌সেস্বর) গভীর রা‌তে শহ‌রের টি‌বি ক্লি‌নিক এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধ অবস্থায় তা‌কে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। ইউসুফ ঘোপ সেন্ট্রাল রোডের আবদুল লতিফের ছেলে।

কোতোয়ালি ম‌ডেল থানার উপ-পরিদর্শক এইচ এম শহিদুল ইসলাম জানান, দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ শনিবার গভীর রাতে শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ইউসুফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার ইউসুফ আলী জানান, ইউসুফ নামে ওই যুবকের ডান পায়ের হাঁটুর ওপর গুলি লেগেছে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ইউসুফের অবস্থা আশঙ্কাজনক।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, গুলিবিদ্ধ ইউসুফের বিরুদ্ধে অপসোফার্মা নামে একটি ওষুধ কোম্পানির এক কর্মীকে চাপাতি দিয়ে কুপিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাই করার অভিযোগ রয়েছে। কয়েক মাস আগে ঘোপ এলাকায় এ ঘটনাটি ঘটেছিল। এ ছাড়া ইউসুফের বিরুদ্ধে আর কয়টি মামলা আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

(দ্য রিপোর্ট/এইচ/এম/ডিসেম্বর ১১, ২০১৬)