ট্রলির নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
![](https://bangla.thereport24.com/article_images/2014/02/18/death.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কমলাপুরে আইসিটি ট্রলির নিচে চাপা পড়ে আব্দুল জব্বার হাওলাদার (৫৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। কমলাপুর স্টেশনের পাশে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।
নিহতের পিতার নাম মোমিন হাওলাদার। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শানারপাড় এলাকায় বসবাস করতেন।
তার সহকর্মী সালাম ব্যাপারী দ্য রিপোর্টকে জানান, রাত সাড়ে ৭টার দিকে কমলাপুরের অভ্যন্তরীণ কন্টেনার ট্রলিতে করে পণ্য সরানোর সময় অপর একটি ট্রলির নিচে চাপা পড়ে জব্বার গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এমএআর/ এনআই/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)