নতুন কোচ দিয়ে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’র যাত্রা শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভারত থেকে আমদানি করা নতুন কোচ দিয়ে ঢাকা-সিরাজগঞ্জ-ঢাকা রুটে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন সার্ভিসের যাত্রা শুরু হয়েছে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে রবিবার (১১ ডিসেম্বর) বিকেলে এর শুভ উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক।
এ ট্রেন সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিরাজগঞ্জ-২, ৩ ও ৪ আসনের সংসদ সদস্য যথাক্রমে অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত, গাজী আমজাদ হোসেন মিলন, তানভীর ইমাম ও সংরক্ষিত আসনের এমপি সেলিনা বেগম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রেলের ভারপ্রাপ্ত মহাপরিচালক কাজী রফিকুল ইসলাম, রেল শ্রমিক লীগ সভাপতি হুমায়ন কবির বক্তব্য রাখেন।
ভারত থেকে আমদানিকৃত নতুন এই ট্রেনে পাওয়ারকার রয়েছে ২টি। এতে এসি চেয়ারসহ ১২টি কোচে মোট সিট রয়েছে ৯৬৬টি।
(দ্য রিপোর্ট/কেএ/জেডটি/ডিসেম্বর ১১, ২০১৬)