ভোলা প্রতিনিধি : রাত পোহালেই ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সাধারণ মানুষ তার মূল্যবান ভোট দিয়ে ৫ বছরের জন্য যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন। আর এরই লক্ষ্যে ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনের সরঞ্জামাদি পাঠানো হয়েছে।

এ ছাড়াও নির্বাচনী কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিপি, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

ভোলা জেলা রির্টানিং অফিসার আবু সাঈদ বলেন, ‘আমরা নির্বাচনী এলাকায় নির্বাচনী সরঞ্জামাদি পাছিয়েঠি এবং সব প্রস্তুতি সম্পন্ন করেছি। সোমবার রাত ১২টার পর থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ হয়েছে। কাল ভোটগ্রহণ।’

ভোলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, লালমোহন উপজেলা নির্বাচনের জন্য পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও ১০টি স্ট্রাংকিং ফোর্স ও ১০ মোবাইল টিম সার্বক্ষণিক টহলে থাকবে এবং ৩৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা হবে।

লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

(দ্য রিপোর্ট/জেএস/এনডিএস/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)