দ্য রিপোর্ট ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের ৬৪ জেলার ৪৯০টি উপজেলায় জনবল নিয়োগ প্রদান করা হবে।

মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় মৌলিক সাক্ষরতা প্রকল্পের অধীনে আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতি উপজেলায় একজন ‘অফিস সহায়ক’ নিয়োগ পাবেন।

আবেদন যোগ্যতা : আবেদনকারীকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। আবেদনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর।

যেভাবে আবেদন : আগ্রহী প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ ও পাসপোর্ট আকৃতির তিন কপি ছবিসহ জীবনবৃত্তান্ত পাঠিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

ব্যবস্থাপনা পরিচালক

হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড গার্ড সার্ভিসেস লিমিটেড

১৮/১ ডিআইটি রোড, পঞ্চম তলা, পূর্ব রামপুরা, ঢাকা

প্রয়োজনে কল করুন এ নম্বরে- ৯৩৩৬৭৫৪, ০১৯৭৮৮৮৭৪৩০।

(দ্য রিপোর্ট/আফ/এফএস/এনআই/ডিসেম্বর ১২, ২০১৬)