দ্য রিপোর্ট প্রতিবেদক : হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন মুশফিকরা। অনেক চেষ্টা করেও উত্তরণ ঘটাতে পারছেন না পরিস্থিতি। সে জন্য হয়ত-কোনো এমন হার নিয়ে চিন্তা করেই সময় পার করেছেন; অনুশীলনে যাননি বাংলাদেশের ক্রিকেটাররা কেউ।

আর হার সীমানার বিপদমুখীন ৩ ম্যাচ পার করা সফরকারী শ্রীলঙ্কা কাগজে-কলমে সমীকরণ মিলাতেই মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছেন। না, জিততে জিততে হেরে যাওয়া মুশফিকদের কেউ শেরেবাংলার আশপাশ মাড়ালেও তারা বসে থাকেননি। বরং বেজায় ঘাম ঝরিয়ে অনুশীলনের ফাঁক গলিয়ে; শ্রীলঙ্কান কোচ পল ফারব্রেস বলেছেন, দ্বিতীয় ম্যাচ নিয়ে নানা কথা। ২০ ফেব্রুয়ারি এই মাঠেই দ্বিতীয় ওয়ানডে।

প্রথম ওয়ানডেতে জয়ের সহজ সুযোগ হেলায় হারানো মুশফিকরা মঙ্গলবার জিম করেই অলস সময় কাটিয়েছেন হোটেলে। এমনকি ব্যক্তিগতভাবেও কেউ মাঠ মুখো হননি। অথচ চাইলে নিজেদের দুর্বলতা নিয়ে অলসদিনে কাজ করতে পারতেন। কিন্তু তারা সেই ‘কষ্টের’ কাজ করেননি। তবে কঠোর পরিশ্রমেই ছিলেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। দলের সাম্প্রতিক পারফরম্যান্স সম্পর্কে সফরকারী কোচ বলেছেন, ‘যতটা সম্ভব কঠোর পরিশ্রমের কথাই আমরা খেলোয়াড়দের বলতে পারি। যদি তারা তা না করে সে ক্ষেত্রে প্রতিপক্ষ কঠিন হয়ে ওঠতে পারে।’

জয় ছিনতাই করেও ক্ষান্ত নন শ্রীলঙ্কান কোচ। বরং দলের দুর্বলতা শুধরিয়ে উন্নতির দিকেই নজর তার। কিন্তু কিভাবে; তা হাতে-কলমে তালিম দিয়েছেন মঙ্গলবার। বলেছেন, ‘দ্বিতীয় টোয়েন্টি২০-তেও আমরা অসাধারণ কিছু ক্যাচ নিয়েছি। তবে ফিল্ডিংয়ে আরও উন্নতি করার জন্য আমরা ধারাবাহিকভাবেই অনুশীলন করে যাচ্ছি। তাছাড়া স্নায়ু ধরে রাখতে আপনাকে সময় ব্যয় করতে হবে।’

(দ্য রিপোর্ট/আরআই/এএল/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)