বেনাপোল (যশোর) প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি বুধবার সকালে বেনাপোল আসছেন। তিনি পিকনিক ট্রাজেডিতে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিহত সাত শিশু শিক্ষার্থীর পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আর্থিক সাহায্যের ব্যাপারেও সিদ্ধান্ত দেবেন।

সাত শিশু শিক্ষার্থীর মৃত্যুতে বেনাপোলে মঙ্গলবারও শোকের ছায়া কাটেনি। এ দিনে শার্শা উপজেলা শিক্ষা অফিসারের নেতৃত্বে বিভিন্ন স্কুলের শিক্ষকরা নিহতদের বাড়িতে যান এবং তাদের অভিভাবকদের সমবেদনা জানান। এ সময় তারা নিহতদের কবর জিয়ারত করেন। উপজেলার প্রতিটি বিদ্যালয়ে মঙ্গলবারও কালো পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন পিকনিক ট্রাজেডির ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেন। বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি এ দিনও ছিল খুব কম। মাথায়, হাতে-পায়ে ব্যান্ডেজ নিয়ে ২/১ শিক্ষার্থী স্কুলে এসেছিল। কিন্তু তাদের চোখে-মুখে ছিল ভয় আর আতঙ্ক।

স্কুলে আসা আহত শিক্ষার্থীরা ওই দিনের ঘটনা নিয়ে সহপাঠীদের সঙ্গে গল্প করতে করতে অনেকে কেঁদে ফেলেন।

এদিকে, শোকাহত পরিবারের মাঝে এখনও কান্না থামেনি। মঙ্গলবার সকালে শার্শা উপজেলা শিক্ষা অফিসার অহেদুল ইসলামের নেতৃত্বে সহকারী শিক্ষা অফিসার মফিজুর রহমান, শাহজাহান আলী, আবু সেলিম, আসাদুল ইসলাম, আব্দুর রকিব, শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইজ্জত আলী, শিকড়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ হোসেনসহ বিভিন্ন স্কুলের শিক্ষকরা নিহতদের বাড়িতে যান।

(দ্য রিপোর্ট/জেএইচ/এমএইচও/এমএআর/এএল/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)