শিবিরের মেসে অভিযান চালিয়ে ২৭ জন আটক
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর ষোলশহর আল ফালাহ গলিতে শিবিরের একটি মেসে অভিযান চালিয়ে ২৭ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ ডিসেম্বর) ভোরে সিএমপির খুলশী থানা পুলিশ এ অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ বিভিন্ন ইসলামী বই, পোস্টার, লিফলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন অভিযানের খবর নিশ্চিত করে বলেন, গোপন খবরের ভিক্তিতে আল ফালাহ গলির ভিতরে একটি চারতলা ভবনে ভোরে অভিযান শুরু করে পুলিশ। প্রায় ঘণ্টাব্যাপী তল্লাশি শেষে শিবিরের এই মেস থেকে ২৭ জন শিবির নেতাকর্মীকে আটক করে থানায় আনা হয়েছে। ভবনের বিভিন্ন কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে যুদ্ধাপরাধী গোলাম আজম, সাঈদী এবং মাওলানা মওদুদীর লেখা বিভিন্ন ইসলামী বই, জামায়াত-শিবিরের সাংগঠনিক বই, লিফলেট পোস্টার উদ্ধার করা হয়েছে।
এক প্রশ্নে জবাবে ওসি বলেন, আমাদের কাছে খবর ছিল শিবির এ ম্যাচে অবস্থান নিয়ে নাশকতার ষড়যন্ত্রের পরিকল্পনা করছিল। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাম পরিচয় পরে জানানো হবে।
(দ্য রিপোর্ট/এইচ/ডিসেম্বর ১৪, ২০১৬)