দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার দ্বিতীয় মেধা তালিকার ফলাফল বৃহস্পতিবার প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মুঠোফোনে ক্ষুদে বার্তার (SMS) মাধ্যমে ফলাফল জানা যাবে। যে কোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ অপশনে গিয়ে NUATExam Roll No লিখে ১৬২২২ নম্বরে Send করে ফলাফল জানা যাবে।

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.edu.bd/admissions থেকে ফলাফল জানা যাবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.edu.bd এবং www.nubd.info পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এমএআর/এএল/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)