দ্য রিপোর্ট প্রতিবেদক : বাদল রায়ের অবস্থা এখনও শঙ্কা মুক্ত বলেননি চিকিৎসকরা। আরও কিছুদিন তাকে করোনারি কেয়ার ইউনিটেই (সিসিইউ) থাকতে হচ্ছে। মঙ্গলবার বাফুফের সহ-সভাপতি ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব এবং বাংলাদেশ আওয়ামী লীগের সহ-সম্পাদক অসুস্থ বাদল রায়কে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে গিয়েছেন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ও বর্তমান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বাদল রায়ের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেলের ভাইস চ্যান্সেলর প্রাণ গোপাল দত্ত, ডা. সজল ব্যানার্জী ও ডা. মোহাম্মদ আলী ইমরান। তিনি এখন করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসারত।

উল্লেখ্য, বাদল রায় গত বৃস্হপতিবার আকষ্মিক অসুস্থ বোধ করেছেন। ওই সময় তিনি বুকে ব্যথা অনুভব করায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসক ডা. সজল ব্যানার্জী জানিয়েছেন, বাদল রায়ের বর্তমান শারীরিক অবস্থা উন্নতির দিকে। তবে এখনও শতভাগ ঝুকিমুক্ত নন।

(দ্য রিপোর্ট/ওআইসি/এএস/এএল/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)