গৃহকর্ত্রীকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার নিয়ে পলায়ন
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় এক কাজের মেয়ে গৃহকর্ত্রীকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছে। রূপনগর আবাসিক এলাকার ১৫ নম্বর রোডের ৩২ নম্বর বাড়িতে মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
গৃহকর্ত্রী মরিয়ম বেগমের (৬৫) ছেলে আসাদুজ্জামান জানান, আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। সকালে বের হয়ে যাই আর রাতে ফিরি। আমার বাবা আবদুল কুদ্দুস এবং মা মরিয়ম বেগম বাসায় থাকেন। তাদের দেখা শোনার জন্য আজই সকালে মা একজন কাজের মেয়ে রাখেন। বিকেলে আমাকে বাবা ফোন দিয়ে জানান- মাকে অজ্ঞান করে কাজের মেয়ে তার গলার সোনার চেইন এবং হাতের বালা নিয়ে পালিয়ে গেছে। আমি অফিস থেকে ফিরে মাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি চিকিৎসার জন্য।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. আমজাদ হোসেন জানান, তাকে কীভাবে অজ্ঞান করা হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। আমরা পরীক্ষা করে দেখছি। তবে তিনি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত।