চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ও ডাকাতদলের গুলিবিনিময় হয়েছে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে আটক করা হয়।

 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় এএসআই রতন কান্তি দত্ত আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তবে আহত দুই ডাকাতের নাম পরিচয় জানা যায়নি। আহতদের চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি-পশ্চিম, বন্দর) মারুফ আহমেদ জানান, প্রাইভেট কার নিয়ে একদল ডাকাত নগরীর মোহরা এলাকা দিয়ে নগরীর দিকে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির টিম প্রাইভেট কারের গতিরোধ করে। এ সময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। পরে ডাকাতদল পিছু হটে এবং পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুই ডাকাতকে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এইচ/এআরই/ডিসেম্বর ১৫, ২০১৬)