নারায়ণগঞ্জ সংবাদদাতা : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের আদমজীতে আওয়ামী লীগ সমর্থক ৬নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মণ্ডলের সমর্থক ও যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার রাত ৯টায় আদমজী সোনা মিয়া মার্কেট রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ১০-১২ রাউন্ড গুলিবর্ষণ করা হয়। এতে সোহাগ নামের এক যুবক গুলিবিদ্ধ ও আরও পাঁচজন আহত হয়েছেন।

আহতরা অভিযোগ করেন, পূর্ববিরোধের জের ধরে তাদেরকে মতিউর রহমানের সমর্থকরা মারধর ও গুলি করে।

৬নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মণ্ডল অভিযোগ করেন, মতিউর রহমানের সমর্থকরা অহেতুক তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান জানান, একটি সালিশি বৈঠকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এতে আমার নির্দেশে কেউ কোনো হামলা চালায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার নাজিম খান জানান, সোহাগ নামের যুবকের ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছে। হাসপাতালে আরও কয়েকজন আহত অবস্থায় এসেছেন।

(দ্য রিপোর্ট/এমএম/এএস/এসবি/এএল/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)