পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়ায় ভোটকেন্দ্রে পোস্টার লাগানোর সময় হারুনর রশীদ হিরা (২৭) নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। পরে তাকে তিন মাসের জেল অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্ত হারুন ওরফে হিরার বাড়ি পৌর সদরে। তিনি আটঘরিয়া পৌর ছাত্রলীগ নেতা। তবে তাৎক্ষণিকভাবে তার বাবার নাম ও দলীয় পদবি জানা যায়নি।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, রাত ৮টার দিকে আটঘরিয়া পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর পোস্টার লাগাচ্ছিলেন ওই যুবক। আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করে পুলিশ। রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেবুন নেছা সাক্ষ্য-প্রমাণ শেষে উল্লিখিত রায় প্রদান করেন।

উল্লেখ্য, বুধবার পাবনার আটঘরিয়া, সাঁথিয়া ও সুজানগর উপজেলায় প্রথম দফার উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এসআর/এএস/এএল/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)