সিলেটে বিএনপির তিনজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
সিলেট অফিস : সিলেট বিএনপিতে বহিষ্কার প্রত্যাহার খেলা চলছে। উপজেলা পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে বিএনপি থেকে তিনজনকে ভোটগ্রহণের মাত্র দু’দিন আগে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমরান আহমদ চৌধুরী, নছিরুল হক শাহীন ও কোম্পানীগঞ্জের শাহাব উদ্দিন।
দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক রুহুল কবির রিজভীর উদ্ধৃতি দিয়ে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল গফ্ফার সংবাদ মাধ্যমে এমন তথ্যই দিয়েছিলেন। কিন্তু ভোটগ্রহণের মাত্র ২০ ঘণ্টা আগে মঙ্গলবার রাতে বিভিন্ন সংবাদ মাধ্যমে ই-মেইল বার্তায় পাঠানো ওই প্রার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে বলে জানান জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল গফ্ফার।
তিনি সংবাদ মাধ্যমে পাঠানো ই-মেইল বার্তায় জানান, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নির্দেশেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এমজে/এএস/এএল/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)