প্রধানমন্ত্রী ২৮ ফেব্রুয়ারি সিলেট বিভাগীয় স্টেডিয়াম উদ্বোধন করবেন
সিলেট অফিস : আগামী ২৮ ফেব্রুয়ারি বিভাগীয় স্টেডিয়ামের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে সিলেট আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এশিয়ার মধ্যে একমাত্র গ্রিন গ্যালারিসমৃদ্ধ দৃষ্টিনন্দন এ স্টেডিয়ামে টোয়েন্টি২০ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২৮ ফেব্রুয়ারি সিলেট সফরে আসবেন বলে দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
তিনি বলেন, এদিন প্রধানমন্ত্রী একটি বিশেষ বিমানযোগে সিলেট সফরে আসবেন। সিলেট সফরকালে তিনি টোয়েন্টি২০ বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে নির্মিত সিলেট বিভাগীয় স্টেডিয়ামের ভেন্যুর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এ ছাড়া তিনি অন্যান্য কর্মসূচিতেও যোগদান করবেন।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী দ্য রিপোর্টকে বলেন, ‘সিলেট বিভাগীয় স্টেডিয়াম বিশ্বের ৭টি দর্শনীয় স্টেডিয়ামের অন্যতম। দর্শনীয় এ স্টেডিয়ামে টোয়েন্টি২০ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আমি এ প্রস্তাব রেখেছি। আশা করি, প্রধানমন্ত্রী এ প্রস্তাব বাস্তবায়নে সবকিছু করবেন।’
তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এটি হবে প্রথম সিলেট সফর। দু-একদিনের মধ্যে প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ সফরসূচি জানা যাবে বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
(দ্য রিপোর্ট/এমজে/এএস/এজেড/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)