বিষখালী নদীগর্ভে আওরাবুনিয়া জামে মসজিদ
ঝালকাঠি প্রতিনিধি : বিষখালী নদীর অব্যাহত ভাঙনে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া জামে মসজিদটির একাংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
এলাকার মুসল্লিদের ধারণা, মসজিদের বাকি অংশও যে কোনো সময় তলিয়ে যেতে পারে নদীগর্ভে। মসজিদের সবকটি ওয়ালে বড় বড় ফাটল দেখা দেয়ায় প্রতিদিন ঝুঁকির মধ্যে নামাজ আদায় করছেন মুসল্লিরা। গত এক সপ্তাহে বিষখালী নদীর অব্যাহত ভাঙন তীব্র মাত্রা ধারণ করায় মসজিদের ইমাম মসজিদটি রক্ষায় সন্দিহান হয়ে পড়েছেন।
ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান লিটন নকীবসহ এলাকাবাসী মসজিদটি দ্রুত ভাঙনকবলিত এলাকা থেকে স্থানান্তর কিংবা বাঁধ নির্মাণ করে মসজিদটিরক্ষার দাবি জানান।
(দ্য রিপোর্ট/এসএসআর/এএস/এজেড/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)