বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : মিরসরাইয়ে ভোটকেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে প্রায় এক হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। এর প্রতিবাদে বুধবার ইছাখালী ইউনিয়নের দক্ষিণ ভূ্ইঁয়াপাড়ার ভোটাররা কেন্দ্রে না গিয়ে নিজ গ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করছেন।

মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের ভূঁইয়াপাড়ার অধিবাসী আমির হামজা, আলী হোসেন ও মনোয়ারা বেগম জানান, সব নির্বাচনে এই গ্রামের লোকজন সাকারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে আসছিলেন। এবার নির্বাচন অফিস তাদের গ্রাম থেকে চার কিলোমিটার দূরে অলিখাঁ পাঠান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র স্থানান্তর করে।

ভোটার শফিউল আলম জানান, যোগাযোগ ব্যবস্থা নাজুক হওয়ায় চার কিলোমিটার দূরে গিয়ে ভোট দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। প্রতি নির্বাচনে আমাদের নিজ গ্রামে অবস্থিত সাকারিয়া প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ করা হতো। তিনি জানান, ভোটকেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে ১৭ ফেব্রুয়ারি ভূঁইয়াপাড়ায় একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর পক্ষ থেকে মঙ্গলবার সকালে ভোটকেন্দ্র সাকারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনঃস্থাপনের জন্য মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তার বরাবর আবেদন করা হয়।

জানা গেছে, গত বছরের ২২ সেপ্টেম্বর মিরসরাই উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে ভোটকেন্দ্রের তালিকাসংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। ওই বিজ্ঞপ্তিতে কোনো আপত্তি থাকলে তা উপজেলা নির্বাচন অফিসে লিখিত আবেদনের মাধ্যমে দাখিল করার জন্য বলা হয়। ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার মিরসরাই উপজেলা নির্বাচন অফিসার বরাবর ভূঁইয়াপাড়ার ভোটকেন্দ্র সাকারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনর্বহালের জন্য আবেদন করেন। ভোটাররা অভিযোগ করে বলেন, এরপরও ভোটকেন্দ্র পুনর্বহাল করা হয়নি।

ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার বলেন, ‘ভোটকেন্দ্র পুনর্বহালের জন্য আমি নির্বাচন অফিসার বরাবর আবেদন করার পরও কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি।’ বিষয়টি খুবই দুঃখজনক বলে তিনি মন্তব্য করেন।

মিরসরাই উপজেলা নির্বাচন অফিসার মো. আবু ছালেক এলাকাবাসীর আবেদনের বিষয়ে বলেন, এ সংক্রান্ত কোনো আবেদন আমি পাইনি।’

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

(দ্য রিপোর্ট/কেএইচ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)