স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামী আটক
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানায় স্ত্রী মাজুমা আকতারকে (২৭) গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী আরমানকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নে শ্বশুরবাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার রাতের কোনো এক সময় আরমান তার স্ত্রীকে হত্যা করে। পরে আরমান তার স্ত্রীর আত্মীয়স্বজনকে জানায়, মাজুমা আত্মহত্যা করেছে। মাজুমার স্বজনরা বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে মাজুমার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে জানতে চাইলে ভূজপুর থানার ওসি আবদুল লতিফ জানান, স্ত্রীকে হত্যার দায়ে আরমানকে আটক করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে। আরমান বলছে তার স্ত্রী আত্মহত্যা করেছেন। তবে মৃতের গলার নিচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এইচ/এপি/ডিসেম্বর ১৭, ২০১৬)