পাবনা প্রতিনিধি : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে বুধবার দেশের বিভিন্ন স্থানের মতো ভোটগ্রহণ চলছে পাবনার তিনটি উপজেলায়ও। নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট উপজেলায় বিরাজ করছে উৎসবের আমেজ।

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের আওতায় পাবনার আটঘরিয়া, সাঁথিয়া ও সুজানগর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

নিরুত্তাপ দশম জাতীয় সংসদ নির্বাচনের পর এই উপজেলা নির্বাচন নিয়ে ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয়েছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরুর পর ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। সকাল ৯টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও র‌্যাবের টহল জোরদার রয়েছে।

প্রসঙ্গত, আটঘরিয়া উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন, সাঁথিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং সুজানগর উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিস সূর জানায়, আটঘরিয়া উপজেলায় ১ লাখ ৬ হাজার ৮৪ জন ভোটার ৪৩টি ভোটকেন্দ্রে, সাঁথিয়া উপজেলায় ২ লাখ ৪৫ হাজার ৮৮০ জন ভোটার ৮৭টি ভোটকেন্দ্রে এবং সুজানগর উপজেলায় ১ লাখ ৮৪ হাজার ৪৯৮ জন ভোটার ৬৩টি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন। আর মোট ১৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে শতাধিক কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন।

আটঘরিয়া উপজেলায় প্রার্থী যারা : চেয়াম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন, ১৯ দলীয় জোট মনোনীত প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শরীফুল ইসলাম, সোলায়মান হোসেন, জাহাঙ্গীর হোসেন, আসাদুজ্জামান নান্নু ও শহিদুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মেহেরুন্নেছা, নিলা খাতুন ও তাহমিনা সুলতানা।

সাঁথিয়া উপজেলায় প্রার্থী যারা : চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী কাশিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর মঞ্জুর এলাহী, দলের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান নিজাম উদ্দিন, বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি শামসুর রহমান, বিদ্রোহী প্রার্থী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এমদাদুল হক, বহিষ্কৃত বিএনপি নেতা সালাউদ্দিন খান, ধুলাউড়ি ইউনিয়ন জামায়াতের আমির মোখলেসুর রহমান। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আশিকুর রহমান রাসেল, আশরাফ হোসেন, শামসুর রহমান, বাবুল হোসেন ও আবু তালেব। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা রহমান, আঞ্জুয়ারা খাতুন পলি, তাহমিনা আক্তার বেবী ও হাসিনা খাতুন।

সুজানগর উপজেলায় প্রার্থী যারা : চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, আওয়ামী লীগ সমর্থক মেহেদী হাসান রেজা। বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, উপজেলা বিএনপির সভাপতি আজম আলী বিশ্বাস (প্রথমে বিদ্রোহী প্রার্থী হলেও পরে তিনি জাকির হোসেনকে সমর্থন করেন)। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শহিদুল ইসলাম দায়েন, শফিউল ইসলাম, জালাল উদ্দিন, জিয়াউর রহমান কল্লোল, মোফাজ্জল হোসেন, সিদ্দিকুর রহমান, আশরাফুল আলম ফরহাদ, মোহাম্মদ আলী জিন্না। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুফিয়া খানম শোভা, আজমেরী সুলতানা পলি, লাভলী আখতার ও শারমীনা চৌধুরী।

(দ্য রিপোর্ট/এমএসআর/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)