দ্য রিপোর্ট প্রতিবেদক : ২০১৬-১৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সিঅ্যান্ডএ টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) অর্ধেকে নেমে এসেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ইপিএসে এই ধ্বস নেমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানির ইপিএস হয়েছে ০.২৫ টাকা। যা আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৫০ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.২৫ টাকা বা ৫০ শতাংশ।

৩০ সেপ্টেম্বরে সিঅ্যান্ডএ টেক্সটাইলের শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ১৬.৯৮ টাকা। আর বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) লেনদেন শেষে কোম্পানির শেয়ার ৯.৪০ টাকায় দাঁড়িয়েছে।

উল্লেখ্য, সিঅ্যান্ডএ টেক্সটাইল ব্যবসায় সম্প্রসারণ ও ঋণ পরিশোধ করার লক্ষে শেয়ারবাজার থেকে প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে ৪৫ কোটি টাকা সংগ্রহ করে।

(দ্য রিপোর্ট/আরএ/ডিসেম্বর ১৮, ২০১৬)