যশোর অফিস : জেলার অভয়নগর উপজেলার হিন্দু অধ্যুষিত চাপাতলা ভোটকেন্দ্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে। মালোপাড়াসহ আশপাশের এলাকার ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাচ্ছেন।

নির্বাচনপরবর্তী সহিংসতায় জনপদটি বিধ্বস্ত হলেও তার ছাপ যেন নেই আজকের নির্বাচনে।

চাপাতলা রেঙ্গুচিয়া ভোটকেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ২৩৮ জন।

প্রিসাইডিং অফিসার তিমির বরণ সরকার জানিয়েছেন, সকাল ৮টা থেকে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৮০টি।

তিনি বলেন, ‘ভোটারদের মনে কোনো আতঙ্ক নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা আসতে শুরু করেছেন।’

ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকতা এএসআই আবদুল মুকিত বলেন, ‘কোনো সমস্যা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক।’

মালোপাড়ার ভোটার মহীন্দ্রনাথ বলেন, ‘কেন্দ্রের পরিবেশ ভালো। আশা করি, হাসিমুখে সবাই ভোট দিতে পারবেন।’

উল্লেখ্য, অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রবিন অধিকারী ব্যাচা ও বিএনপি সমর্থিত নুরুল হক মোল্লা বাঘা। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ সমর্থিত আক্তারুজ্জামান তারু ও বিএনপি সমর্থিত প্রার্থী ইমাদউদ্দিন গাজী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী লায়লা খাতুন ও বিএনপি সমর্থিত প্রার্থী ফরিদা পারভীন।

(দ্য রিপোর্ট/এএইচকে/একে/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)