দ্য রিপোর্ট ডেস্ক : বিবিসি আজীবন সম্মাননা পুরস্কার পেতে চলেছেন সাতারের রাজা মাইকেল ফেলপস। এবারের রিও অলিম্পিকে ৩১ বছর বয়সি এই সাঁতারু তার ২৩তম অলিম্পিক স্বর্ণপদক জয় করেছেন। সর্বকালের সেরা এই সাঁতারু এ বছর ৫টি সোনা ও ১টি রুপা জিতেছেন এবারের অলিম্পিকের আসরে।

রবিবার বিবিসির স্পোর্টস পারশোনালিটি অনুষ্ঠানে পুরস্কারটি ফেলপসের হাতে তুলে দেওয়া হবে।

এর আগে এই পুরস্কারটি জিতেছেন সাবেক ফুটবলার পেলে এবং সাবেক গলফার স্প্যানিশ সেভে বাল্লেস্তেরোস। তাদের সঙ্গে এই ক্লাবে যোগ দিতে যাচ্ছেন এবার ফেলপসও।

এই পুরস্কারটি পাওয়ার আগে রোমাঞ্চিত ফেলপস বলেন, ‘ক্রীড়াক্ষেত্রে আজীবন সম্মাননা পুরস্কারটি নিতে আমি খুবিই রোমাঞ্চিত। আর আমি এমন কিছু পেতে যাচ্ছি যেটা আগে অনেক ক্রীড়াবিদ পেয়েছেন।’

ফেলপস আরও জানান, এ বছরটি তার জন্য খুবই দারুণ ছিল। আর এ রাতের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

(দ্য রিপোর্ট/এনপিএস/ডিসেম্বর ১৮, ২০১৬)