রাজশাহী অফিস : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করছে। সারাদেশেই তাদের পর্যবেক্ষক কাজ করছে বলে জানান তিনি। রাজশাহীর মোহনপুর উপজেলার মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বুধবার সকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন শেষে সকল পর্যবেক্ষকদের নিয়ে বৈঠক করে তারপর আনুষ্ঠানিক মতামত জানাবেন। ড্যান মজিনা সকাল সাড়ে ৯টায় রাজশাহীর মোহনপুর উপজেলার তিনটি ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন। তিনি মোহনপুর উপজেলার বাকশিমহিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও বসন্ত কেদার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। পরে সোয়া ১০টার দিকে রাজশাহীর বরেন্দ্র জাদুঘর পরিদর্শনের জন্য মোহনপুর উপজেলা ত্যাগ করেন তিনি।

(দ্য রিপোর্ট/এমএইচ/ইইউ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)