দ্য রিপোর্ট ডেস্ক : রেকর্ড তৃতীয়বারের মত বিবিসি স্পোর্টস পারসোনালিটি পুরস্কারটি জিতেছেন ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। ২০১৩ ও ২০১৫ সালেও এই পুরস্কারটি জিতেছিলেন তিনি।

চলতি বছর শেষের প্রান্তে দাঁড়িয়ে আছে। আর এ বছরটি দুর্দান্তভাবে পার করেছেন মারে। রিও অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন। ক্যারিয়ারের দ্বিতীয় উইম্বলডন শিরোপা জিতেছেন। এছাড়া টেনিসের একক র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি।

২৯ বছর বয়সী মারে পুরস্কারটি গ্রহণ করতে অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। তবে তিনি একটি ভিডিও কলের মাধ্যমে ফ্লোরিডা থেকে এ পুরস্কারটি গ্রহণ করেন। সেখানে তিনি বর্তমানে আগামী মৌসুমের প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, ‘এ বছরটি ব্রিটিশ স্পোর্টসের জন্য অনেক দারুণ ছিল। আর আমি তার অংশ হতে পেরে অনেক গর্বিত।’

এছাড়া যারা তাকে ভোট দিয়ে এ পুরস্কারের জন্য মনোনীত করেছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন মারে।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/ডিসেম্বর ১৯, ২০১৬)