খুলনায় আ’লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
খুলনা ব্যুরো : খুলনায় দীঘলিয়া ফুলবাড়ি বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে ওই কেন্দ্রে সকাল ১০টা থেকে আধাঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে।
পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম খানের (দোয়াত-কলম) পক্ষে বুধবার সকাল ১০টার দিকে স্থানীয় নেতাকর্মী-সমর্থকরা মিছিল বের করে। মিছিলে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।
খানজাহান আলী থানার ওসি শহিদুল আলম জানান, মিছিল বের করা নিয়ে পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এই কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
(দ্য রিপোর্ট/এটি/একে/এজেড/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)