কাপাসিয়ায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে
![](https://bangla.thereport24.com/article_images/2014/02/19/GAZIPUR.jpg)
গাজীপুর সংবাদদাতা : জেলার কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোতাহার হোসেন মোল্লার নিজ কেন্দ্র খোদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন। তারাগঞ্জ নাসারা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সোয়া ৮টায় ভোট দেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী খন্দকার আজিজুর রহমান পেরা।
যদিও সকালে শীতের তীব্রতার কারণে ভোটার উপস্থিতি রয়েছে বেশ কম। তবে নির্বাচনসংশ্লিষ্টরা মনে করছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে। এদিকে, আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব-পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স মাঠে কাজ করছে। ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটগণ বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করছেন।
কাপাসিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৫৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১১ হাজার ৫৮৭ ও মহিলা ভোটার ১ লাখ ১৭ হাজার ৯৫২ জন। ভোটকেন্দ্র ১১৭টি। ভোটকক্ষ ৫০৫টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৩১টি। তিনটি পদে মোট প্রার্থী সংখ্যা ৯ জন। দায়িত্ব পালন করছেন ১১৭ জন প্রিসাইডং অফিসার, ৫৫৬ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১ হাজার ১১২ জন পোলিং অফিসার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন আলী বলেন, নির্বাচনের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলার সর্বত্র র্যাব-পুলিশ টহল দিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো বলেও জানান তিনি।
(দ্য রিপোর্ট/এমএমএফ/ইইউ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)