ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার কলামনখানিতে ভোটারদের বাধা দেওয়ায় ইউপি চেয়ারম্যানকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডাদেশপ্রাপ্তর নাম ফয়জুর রহমান। তিনি দোগাছি ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা।

আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন আল ফারুক বুধবার সকাল ১১টায় এ দণ্ডাদেশ দেন।

বিচারক মামুন আল ফারুক বলেন, ‘দোগাছি ইউনিয়নের কলামনখালি কেন্দ্রে ভোটারদের আসতে বাধা দেন ইউপি চেয়ারম্যান ফয়জুর রহমান। অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনমাসের কারাদণ্ডের পাশাপাশি আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

(দ্য রিপোর্ট/আরএইচ/একে/এজেড/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)