মাগুরা প্রতিনিধি : বিছিন্ন ঘটনার মধ্যদিয়ে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সদর উপজেলার রামনগর স্কুল কেন্দ্রে বুধবার সকাল ১১টার দিকে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীর কাপপিরিচ মার্কায় ভোট দেওয়ার দৃশ্যের ছবি তুলতে গেলে প্রথম আলোর প্রতিনিধির ক্যামেরা ছিনিয়ে নেয় সহকারী প্রিজাইডিং অফিসার আব্দুল বারিক। এ ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়েছে। পরে ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম ক্যামেরা উদ্ধার করেন।

এ ছাড়া সদর উপজেলার দ্বারিয়াপুর, শ্রীমন্তপুর, মির্জাপুর, গৌরিচরনপুর, ধর্মদাহ ও শ্রীপুর উপজেলার আমলসার, রায়নগর কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থকদের হামলা, কেন্দ্র দখল, জালভোট প্রদানের ঘটনা ঘটেছে। সদরের পারনান্দুয়ালী কেন্দ্রে মোবাইল রাখার অভিযোগে বিএনপি নেতা মহাসিন আলিকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট আব্বাস উদ্দিন।

১০৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৫টি ঝুকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করেছে প্রশাসন। এখানে ২ লাখ ৪৪ হাজার ৭৫৪ জন ভোটার রয়েছে। শ্রীপুর উপজেলায় ৫৫টি কেন্দ্রের মধ্যে ১৫টি কেন্দ্র ঝুকিপূর্ণ। এখানে ১ লাখ ১৩ হাজার ৪৫২ জন ভোটার রয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনী, বিজিবির টহল চলছে।

শ্রীমন্তপুর, রামনগর, বামনপুর, হাজরাপুর কেন্দ্রসহ ১০টি ভোট কেন্দ্রে প্রভাব ও জাল ভোট দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন। সদরে চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছে। শ্রীপুরে চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছে।

(দ্য রিপোর্ট/এসআইএস/এফএস/ এমডি/ ফেব্রুয়ারি ১৯, ২০১৪)