কাপাসিয়ায় বিএনপি সমর্থিত প্রার্থীর নির্বাচন বর্জনের হুমকি
![](https://bangla.thereport24.com/article_images/2014/02/19/GAZIPUR-1.jpg)
গাজীপুর : জেলার কাপাসিয়া উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী খন্দকার আজিজুর রহমান পেরা নির্বাচন বর্জনের হুমকি দিয়েছেন।
সরকারদলীয় প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তিনি নির্বাচন বর্জনের হুমকি দেন।
মিডিয়াকর্মীদের কাছে সকাল ১০টার দিকে তিনি জানান, বিভিন্ন কেন্দ্রে তার পোলিং এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এ ছাড়া তার কয়েকটি নির্বাচনী প্যান্ডেল জ্বালিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ অবস্থা চলতে থাকলে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন আজিজুর রহমান।
(দ্য রিপোর্ট/এমএমএফ/কেএন/এজেড/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)