পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জেলা বিএনপি। বিভিন্ন ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া এবং ভোট প্রদানে বাধা দেওয়ার অভিযোগে বুধবার সকালে তারা এ ঘোষণা দেয়। একই সঙ্গে বৃহস্পতিবার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাকও দেওয়া হয়েছে।

বিএনপি সমর্থিত প্রার্থী হাজারী জাকির হোসেন চুন্নু মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

চুন্নু বলেন, ‘প্রহসনের এ নির্বাচন বর্জন ও হরতালের ঘোষণা দেওয়া হয়েছে।’

জেলা বিএনপির দপ্তর-সম্পাদক জহুরুল ইসলাম জানান, প্রহসনমূলক নির্বাচনের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠন সুজানগর উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে।

অভিযোগ অস্বীকার করে সহকারী পুলিশ সুপার (বেড়া সার্কেল) আবুবকর সিদ্দিক বলেন, ‘বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে। ভোটারদের বাধা দেওয়া ও এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা আমাদের জানা নেই। এ ব্যাপারে কেউ অভিযোগও দেয়নি।’

(দ্য রিপোর্ট/এসআর/একে/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)